সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ১১:৪৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডের ভ্রাম্যমান আদালতের পৃথক দুটি অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার বিকালে কুমিরা ও পৌরসদরে এসব অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কে.এম রফিকুল ইসলাম।

তিনি জানান, সীতাকুণ্ড উপজেলার কুমিরা সাগর উপকূলে অবস্থিত বিভিন্ন কারখানা থেকে আনা বর্জ্য পদার্থ ফেলছিলেন মোঃ সাজ্জাদ হোসাইন নামক এক ব্যক্তি। এসব বর্জ্য পদার্থ জোয়ারের সময় পানিতে সাগরে মিশে পরিবেশ দূষণ হচ্ছে।

সাগরে বর্জ্য ফেলার সময় তাকে হাতে নাতে পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে সে নিজের অপরাধ স্বীকার করে আর বর্জ্য সাগরে ফেলা হবে না বলে জানায়।

এরপর তাকে ১০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। অপরদিকে উপজেলাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ও লাইসেন্স না থাকায় আহাদ পরিবহন এর চালককে ১০ হাজার জরিমানা করা হয়েছে। গাড়িটি চট্টগ্রাম থেকে সাতক্ষীরা যাচ্ছিল।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা করায় জরিমানা
পরবর্তী নিবন্ধনিষেধ অমান্য করে সাঁকোতে অটোরিকশা,ভেঙে পড়ল খালে