উন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় দু’দিন ব্যাপি উন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতা গতকাল ২৩ আগষ্ট চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামস্থ কনভেনশন হলে শুরু হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান। চট্টগ্রাম জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভানেত্রী রেখা আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদিকা রেজিয়া বেগম ছবি। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা।
মহিলা ক্রীড়া সংস্থার সদস্য মেহের নিগারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ-সাধারণ সম্পাদিকা মনোয়ারা আফরোজ, সদস্য সাজেদা নাসরিন, তনিমা পারভীন, জয়শ্রী সেন, সাহেদা বেগম, সিজেকেএস কাউন্সিলর কাজী মো. জসিম উদ্দিন, সিজেকেএস দাবা কমিটির যুগ্ম সম্পাদক রাকিবুল ইসলাম সাচ্চু, সদস্য মো. মহসিন জামাল পাপ্পু, এস এম তারেক, কামরুল ইসলাম প্রমুখ। প্রতিযোগিতায় ১৪০ জন দাবাড়ু অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ আদালতেও নাজিব রাজাকের সাজা বহাল
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ফুটবলের নিরুত্তাপ দল বদল শেষ দিনে অংশ নিল মুক্তিযোদ্ধা সংসদ