আইআইইউসির সিসিই বিভাগের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:১৪ পূর্বাহ্ণ

আইআইইউসির কম্পিউটার এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিসিই) বিভাগের উদ্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিসিই বিভাগের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু আহমেদ। প্রধান বক্তা ছিলেন সিসিই বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী মিরাজ আহমেদ জাহেদি। তিনি তার ২০ বছরের কর্মজীবনের মূল্যবান অভিজ্ঞতা, দক্ষতা এবং দৃষ্টিভঙ্গী সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। সভাপতিত্ব করেন প্রফেসর আমানুল হক। উপস্থিত ছিলেন ড. মুহাম্মদ সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার জিয়াবুল হক, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির এবং ইঞ্জিনিয়ার হাসান জাকি। শেষে প্রধান বক্তা মিরাজ আহমেদ জাহেদির হাতে সম্মাননা স্মারক তুলে দেন ক্লাব প্রেসিডেন্ট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পুরস্কার কাল
পরবর্তী নিবন্ধউত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজে ব্যবস্থাপনা বিভাগে নবীন বরণ