উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজে ব্যবস্থাপনা বিভাগে নবীন বরণ

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:১৫ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২৩২৪ শিক্ষাবর্ষের বিবিএ (অনার্স) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান গত মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ আলমগীর। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক অসীম চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক বিকাশ কান্তি মজুমদার, অধ্যাপক আবু ছগীর, অধ্যাপক অজিত কুমার দাশ‘, অধ্যাপক মোহসীন চৌধুরী, অধ্যাপিকা লায়লা নাজনীন রব, অধ্যাপক সবুজ কুমার দত্ত, অধ্যাপক লুৎফান নেছা। ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক হোসনে নাহার হাসির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক উন্মে বদরুন বারী, চতুর্থ বর্ষের ছাত্র বোরহান উদ্দীন ও নবাগত ছাত্র ছাত্রীদের পক্ষে লতা রাণী দেবনাথ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসির সিসিই বিভাগের দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার
পরবর্তী নিবন্ধক্রিকেট উন্নয়নের ভিত্তি তৈরি করেছিলেন কোকো