সর্বোচ্চ আদালতেও নাজিব রাজাকের সাজা বহাল

ওয়ানএমডিবি

| বুধবার , ২৪ আগস্ট, ২০২২ at ৪:৫৪ পূর্বাহ্ণ

দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেওয়া ১২ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছে দেশটির সর্বোচ্চ আদালত। মঙ্গলবার নাজিবের আইনজীবীদের করা সব আপিল খারিজ করে দিয়ে তারা নিম্ন আদালতের রায় বহাল রাখেন। নাজিবের আইনজীবীরা ওই রায় স্থগিত রাখারও আবেদন করেছিলেন, বিচারকরা তাও খারিজ করে দিয়েছেন। মালয়েশিয়ার আইন অনুযায়ী এটাই ছিল তার সর্বশেষ আপিল। রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ সংক্রান্ত দুর্নীতিতে জড়িত থাকার দায়ে নিম্ন আদালত নাজিবকে যে প্রায় সাড়ে ৪ কোটি ডলার জরিমানা করেছে, আপিল খারিজ হয়ে যাওয়ায় তাও বহাল আছে। খবর বিডিনিউজের।
তাকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এবং মঙ্গলবার থেকেই তার দণ্ড কার্যকর হওয়া শুরু হয়েছে বলে আল-জাজিরার কুয়ালালামপুর প্রতিনিধি ইঙ্গিত দিয়েছেন। ২০১৮ সাল থেকে আপিলের রায় হওয়া পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী জামিনে ছিলেন। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়াকে শীর্ষ অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্য নিয়ে নাজিবই প্রধানমন্ত্রী থাকার সময় ওয়ানএমডিবি তহবিল সংগ্রহের কার্যক্রম শুরু করেছিলেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকার সময়ই অর্থ কেলেঙ্কারির অভিযোগ উঠলেও আদালত তখন তাকে ওই অভিযোগ থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি নাজিবের দুর্নীতি তদন্তের নির্দেশ দেন। এরপর মালয়েশিয়ার দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা নাজিব রাজাকের বাসায় কয়েক দফা তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিলাসপণ্য জব্দ করে। ২০২০ সালের জুলাই মাসে নিম্ন আদালত ওয়ানএমডিবির একসময়কার ইউনিট এসআরসি ইন্টারন্যাশনালের কাছ থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ডলারের বেশি সরানোর ঘটনায় বিশ্বাসভঙ্গ, ক্ষমতার অপব্যবহার ও মুদ্রাপাচারের দায়ে নাজিবকে দোষী সাব্যস্ত করে। গত বছরের ডিসেম্বরে আপিল আদালত নাজিবের আপিল খারিজ করে দিলে সাবেক প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে হয়। মঙ্গলবার রায়ের পরও নাজিব নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তাকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ফের পুলিশি বর্বরতা তিন কর্মকর্তা বহিষ্কার
পরবর্তী নিবন্ধউন্মুক্ত মহিলা দাবা প্রতিযোগিতার উদ্বোধন