১ম বিভাগ ক্রিকেট সুপার লিগে রাইজিং জুনিয়রের জয়

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের সুপার ফোর পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাইজিং ষ্টার জুনিয়র। গতকাল অনুষ্ঠিত খেলায় রাইজিং জুনিয়র ২ উইকেটে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। গতকাল টসে জিতে সীতাকুন্ড প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে তারা ২৩০ রান সংগ্রহ করে। দলের হয়ে অর্ধশতক হাঁকান সাজ্জাদ হোসেন এবং মো. সেন্টু। সাজ্জাদ ৬৮ বলে ৫৬ এবং সেন্টু ৭৪ বলে ৫৯ রান করেন। রাইজিং স্টার জুনিয়রের পক্ষে শাহ পরান স্বাধীন ৪টি এবং সালেহিন রিফাত সাদ ২টি উইকেট লাভ করেন।

জবাবে রাইজিং ষ্টার জুনিয়র ৪৮ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে নেয়। দলের পক্ষে শেখ নাহিদ ৪৩ এবং মো. তাহাজিবুল ৪১ রান করেন।

সীতাকুন্ড উপজেলার পক্ষে মো. সেন্টু ২টি উইকেট পান। আজ রেলিগেশন পর্বের খেলায় অংশ নেবে শতদল জুনিয়র এবং স্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত
পরবর্তী নিবন্ধরেগু ইভেন্টে চ্যাম্পিয়ন ইরান, বাংলাদেশ তৃতীয়