রেগু ইভেন্টে চ্যাম্পিয়ন ইরান, বাংলাদেশ তৃতীয়

সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপ

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৫৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের আয়োজিত ইসতাফ সেপাক টাকরো ওয়ার্ল্ড কাপের ডিভিশন ১ এ রেগু ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইরান। রানার্স আপ হয়েছে চাইনিজ তাইফে। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চলমান এই টুর্নামেন্টের রেগু ইভেন্টে তৃতীয় স্থান লাভ করে বাংলাদেশ দল। কুয়ালালামপুরের টিটিওয়াংশা স্টেডিয়ামে

অনুষ্ঠিত রেগু ইভেন্টের ফাইনাল খেলায় ইরান চাইনিজ তাইফেকে ২১ সেটে পরাজিত করে ইরান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণ করেন আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের চেয়ারম্যান বনচায় লুহরপিপাত, সাধারণ সম্পাদক দাতু আবদুল হালিম কাদের, আয়োজক কমিটির চেয়ারম্যান ও মালয়েশিয়া সেপাক টাকরো এসোসিয়েশনের সভাপতি দাতু মোহাম্মদ সোমালি রেদোয়ান। বাংলাদেশের পক্ষে খেলোয়াড় ও কর্মকর্তা বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশনের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ তানসীর, রশিদুজ্জামান সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক মো: ফারুক ঢালী, যুগ্ম সম্পাদক লুৎফুল করিম সোহেল, নির্বাহী সদস্য মো: সরওয়ার আলম চৌধুরী মনি পুরস্কার গ্রহন করেন।

পূর্ববর্তী নিবন্ধ১ম বিভাগ ক্রিকেট সুপার লিগে রাইজিং জুনিয়রের জয়
পরবর্তী নিবন্ধতৃতীয় বিভাগ ফুটবল লিগ শুরু