ইউক্রেন সীমান্তে যাচ্ছেন বাইডেন

| শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে বৈঠকে অংশ নিতে চার দিনের সফরে ইউরোপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সফরের প্রথম দিন বেলজিয়ামের ব্রাসেলসে যান তিনি। সেখানে গত বৃহস্পতিবার ইউরোপীয় কাউন্সিল নেতাদের সঙ্গে বৈঠক করেন। ব্রাসেলস থেকে পোল্যান্ডে উড়াল দিয়েছেন জো বাইডেন। গতকাল শুক্রবার (২৫ মার্চ) ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের রজেসজো শহরে যান তিনি। খবর বিবিসির। কথা বলবেন পারেন শরণার্থীদের সঙ্গে। ইউক্রেন থেকে ২০ লাখের বেশি শরণার্থী পোল্যান্ডে গেছে। তাদের মধ্যে প্রায় তিন লাখ মানুষ পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে রয়েছে। খবর বাংলানিউজের।
প্রসঙ্গত, ইউক্রেনে ২৪ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। এক মাস ধরে এই যুদ্ধ চলছে। রুশ সেনাদের হামলায় ইউক্রেনে বাস্তুচ্যুত হয়েছে অন্তত এক কোটি মানুষ। এর মধ্যে দেশ ছেড়ে পালিয়েছে ৩৬ লাখ। দেশটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার গ্যাসে নির্ভরশীলতা কমাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ইইউর
পরবর্তী নিবন্ধইউক্রেনে রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে ন্যাটো জবাব দেবে : বাইডেন