যুদ্ধবিরতি অর্জনে ইসরায়েলের সঙ্গে আর আপস করবে না হামাস

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজার জন্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসরায়েলকে আর কোনো ছাড়া দিতে রাজি না তারা। ফিলিস্তিনি ছিটমহলটিতে ইসরায়েলের সাত মাসব্যাপী হামলায় বিরতি টানার লক্ষ্যে কায়রোতে দুইপক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, তার মধ্যেই বুধবার রাতে একথা জানিয়েছে হামাস। খবর বিডিনিউজের।

কায়রোতে যুদ্ধবিরতি আলোচনায় থাকলেও গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ট্যাংক ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শহরটিতে বড় ধরনের আক্রমণ চালানোর হুমকি দিয়েছে তারা। মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং দখল করে নিয়ে গুরুত্বপূর্ণ ত্রাণ পথটি বন্ধ করে দিয়েছে, এতে গাজার আহত রোগীদের বাইরে নিয়ে যাওয়ার একমাত্র পথটিও বন্ধ হয়ে গেছে। কাতারে হামাসের রাজনৈতিক দপ্তরের সদস্য ইজ্জাত এলরেশিক এক বিবৃতিতে বলেছেন, সোমবার তারা যুদ্ধবিরতির যে প্রস্তাবে রাজি হয়েছে তার থেকে সরবে না।

পূর্ববর্তী নিবন্ধইরানের বিখ্যাত নির্মাতার ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ
পরবর্তী নিবন্ধশুক্র একেবারে পানিশূন্য হয়ে যাচ্ছে কেন?