ইরানের বিখ্যাত নির্মাতার ৮ বছরের কারাদণ্ড ও চাবুক মারার নির্দেশ

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

ইরানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ইসলামিক বিপ্লবী আদালত। একইসঙ্গে তাকে চাবুক মারার নিদের্শও দেওয়া হয়েছে। নির্মাতার আইনজীবী বাবাক পাকনিয়ার বরাতে এক প্রতিবেদনে খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিনেমা বিষয়ে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন রাসুলফ। তবে এবার আত্মগোপনে রয়েছেন লেখকনির্মাতা। খবর বাংলানিউজের।

গত বুধবার মাইক্রোব্লগিং সাইট এঙে (টুইটার) নির্মাতা মোহাম্মদ রাসুলফের শাস্তির কথা জানান তার আইনজীবী বাবাক পাকনিয়া। তিনি জানান, মোহাম্মদ রাসুলফকে ৮ বছরের কারাদণ্ড, চাবুক মারা, জরিমানা ও সম্পদ বাজেয়াপ্তের রায় দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী আদালত। নির্মাতাকে এমন সাজা দেওয়ার কারণও জানিয়েছেন তিনি।

বাবাক পাকনিয়া জানান, রাসুলফের সাজার কয়েকটি মূল কারণ রয়েছে। এর মধ্যে হলো প্রকাশ্য বিবৃতি, চলচ্চিত্র এবং তথ্যচিত্র নির্মাণ, যা আদালতের মতে দেশের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে। রাসুলফ ২০২০ সালের বার্লিনেল উৎসবে ‘দেয়ার ইজ নো ইভিল’ সিনেমার জন্য সেরা চলচ্চিত্র ক্যাটাগরিতে গোল্ডেন বিয়ার জেতেন।

পূর্ববর্তী নিবন্ধতিন জয়ে নিরাপদে ইস্পাহানী এস সি
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি অর্জনে ইসরায়েলের সঙ্গে আর আপস করবে না হামাস