কাপ্তাইয়ে পুষ্টি সপ্তাহ উদ্বোধন

কাপ্তাই প্রতিনিধি | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৩৫ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় গতকাল বৃহস্পতিবার জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে সুধী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক ডা. ওমর ফারুক রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা এবং কাজী মোশাররফ হোসেন। ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, পুষ্টি সম্পর্কে আমাদের সকলের যথাযথ জ্ঞান থাকতে হবে। কোনটা পুষ্টিকর খাদ্য, কখন এবং কতটা খাওয়া প্রয়োজন এই ধারণা জেনে খেতে হবে। শরীর সুস্থ রাখতে পুষ্টিকর খাবারের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন। পুষ্টি সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করতে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে মা সমাবেশসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান। পুষ্টি সম্পর্কে সর্বসাধারণকে অবহিত করার জন্য বিভিন্ন জনসমাবেশ স্থলে প্রচারপত্র বিলিসহ ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে পুষ্টি বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া আমির ভান্ডারে ফ্রি খতনা ক্যাম্প আজ
পরবর্তী নিবন্ধসাবেক ভূমিমন্ত্রীর সম্পদের অনুসন্ধানে রিট আবেদন