সাবেক ভূমিমন্ত্রীর সম্পদের অনুসন্ধানে রিট আবেদন

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৩৬ পূর্বাহ্ণ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে বিপুল সম্পদের যে তথ্য সংবাদমাধ্যমে এসেছে তা অনুসন্ধান চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অ্যাডভোকেট সালাহ উদ্দিন রিগ্যান জনস্বার্থে গতকাল বৃহস্পতিবার এ রিট আবেদন দায়ের করেন। রিটে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত) ও কমিশনের সচিবকে বিবাদী করা হয়েছে।

রিগ্যান বলেন, গত ২০ ফেব্রুয়ারি দৈনিক সমকাল পত্রিকায় ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। মানবজমিনেও একই বিষয়ে ওইদিন সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের পরও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুসন্ধান না করায় এ রিট দায়ের করেছি। খবর বিডিনিউজের।

তিনি বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পরও এ বিষয়ে বিবাদীরা কেন অনুসন্ধান করেনি তা জানতে চাওয়া হয়েছে। অনুসন্ধান না করা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত বলে ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সাম্রাজ্য যুক্তরাজ্যে ‘শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি রিট আবেদনে সংযুক্ত করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ গত জানুয়ারি পর্যন্ত পাঁচ বছর ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সাল থেকে তাঁর মালিকানাধীন কোম্পানি প্রায় ২০ কোটি ব্রিটিশ পাউন্ড (২৭৭০ কোটি টাকা) মূল্যের ৩৫০টিরও বেশি সম্পত্তি কিনে যুক্তরাজ্যে রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছে। যুক্তরাজ্যের কোম্পানি হাউস করপোরেট অ্যাকাউন্ট, বন্ধকি চার্জ এবং এইচএম ল্যান্ড রেজিস্ট্রি লেনদেনের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান পেয়েছে বার্তা সংস্থা ব্লুমবার্গ।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে পুষ্টি সপ্তাহ উদ্বোধন
পরবর্তী নিবন্ধচাঁদ দেখা গেছে, আজ থেকে পবিত্র জিলকদ মাস গণনা শুরু