বাইডেনের হুঁশিয়ারির পরও রাফায় ইসরায়েলের গোলাবর্ষণ

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৩২ পূর্বাহ্ণ

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে বড় কোনও অভিযান না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করার পরও সেখানে ভারি গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। রাফার একজন ত্রাণকর্মী বিবিসিকে বলেন, নগরীটিতে গত ২৪ ঘন্টায় তুমুল বোমা হামলা হয়েছে। এমন বোমা হামলা গত দুই সপ্তাহেও দেখা যায়নি। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার এই কর্মী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকমাইল দূরে রাফার পূর্বাঞ্চলে ঘন ঘন বোমা হামলা হয়েছে। আর সেই বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠছে পশ্চিম রাফার ভবনযেখানে তিনি রয়েছেন। খবর বিডিনিউজের।

এমন হামলার মুখে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বেশকিছু গাড়ি। জানালা দিয়ে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন লুইস নামের এই ত্রাণকর্মী। তিনি বলেন, রাফায় এমনকিছু মানুষ আছে যারা বেশিদূর যেতে অপারগ। কারণ তাদের অনেকেই বৃদ্ধ, আবার অনেকেই শিশু। নিরাপদ বলতে জায়গা খুব কম। গাজায় অল্পকিছু অবকাঠামোই দাঁড়িয়ে আছে। এছাড়া গাজার আরও কোথাও নিরাপত্তার কোনও নিশ্চয়তা নেই, বলেন লুইস। যুক্তরাষ্ট্রেররাফা নগরীতে ইসরায়েলেরসামরিক অভিযান ঠেকাতে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এরই মধ্যে প্রতিশ্রুত বোমার চালান ইসরায়েলে পাঠানো স্থগিত করে তাদেরকে বড় সতর্কবার্তা দিয়েছে। ইসরায়েলের সেনারা স্থল অভিযানে গাজার ঘনবসতিপূর্ণ রাফা নগরীতে ঢুকলে যুক্তরাষ্ট্র তাদেরকে অস্ত্র ও গোলা সরবরাহ করবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন। তারপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের কয়েকটি ব্যাটালিয়ন রাফায় সক্রিয় থাকার দাবি করে ইসরায়েল সব হুঁশিয়ারি উপেক্ষা করে সেখানে ট্যাংকবহর পাঠিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশুক্র একেবারে পানিশূন্য হয়ে যাচ্ছে কেন?
পরবর্তী নিবন্ধপটিয়া আমির ভান্ডারে ফ্রি খতনা ক্যাম্প আজ