ইউক্রেনকে দুই ভাগ করতে চাইছে রাশিয়া

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ১০:২১ পূর্বাহ্ণ

গোটা দেশকে দখল নিতে ব্যর্থ হয়ে এখন ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করে মস্কো-নিয়ন্ত্রিত অঞ্চল তৈরির চেষ্টা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান একথা বলেছেন। গোয়েন্দা সংস্থা প্রধান কিরিলো বুদানভ এক বিবৃতিতে বলেছেন, রাশিয়া উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মতো ইউক্রেনে ভাগ করতে চাইছে। তিনি আরও বলেন, তার দেশ শিগগিরই রুশ-অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে। খবর বিডিনিউজের। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন। একমাসের বেশি সময় ধরে লড়াই চলছে। ইউক্রেনের সামরিক বিশ্লেষক এবং সাবেক কর্মকর্তারা বলছেন, পুতিন হয়ত ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া ঠেকাতে এখনও গোটা দেশের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ নিয়ে আসতে চাইতে পারেন। তবে তিনি এতে জয় পাওয়ার ব্যাপারে নিশ্চিতও নন। এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা শুক্রবার বলেছিলেন, রাশিয়া ইউক্রেইনে অপ্রত্যাশিতরকম প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। বিশেষত কিইভে অগ্রসর হওয়ার ক্ষেত্রে। ইউক্রেনের সামরিক বিশ্লেষক এবং সাবেক কর্মকর্তারা বলছেন, গোটা দেশ নিয়ন্ত্রণে আনাটা সম্ভবত রাশিয়ার পরিকল্পনার মধ্যে নেই। রাশিয়ার সেনারা যেভাবে এগুচ্ছে তাতে তারা ইউক্রেনের দুর্বল অবস্থানগুলো থেকে আশপাশ ঘিরে অতর্কিতে হামলার কৌশল নিয়েছে বলে আভাসা পাওয়া যাচ্ছে। রাজধানী কিয়েভ দখল এবং ইউক্রেনকে দুইভাগে ভাগ করে কৃষ্ণসাগরের দক্ষিণে একটি স্থল করিডোর তৈরি করা রাশিয়ার পরিকল্পনা বলে প্রতীয়মান হচ্ছে। ইউক্রেন দুইভাগে ভাগ হলে একটি হতে পারে জাতিগত পশ্চিমাঞ্চলীয় রাষ্ট্র।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারবে না : কাতার
পরবর্তী নিবন্ধবিরোধী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা নয় : মিয়ানমার জান্তা প্রধান