রাশিয়ার গ্যাস ছাড়া ইউরোপ চলতে পারবে না : কাতার

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

প্রাকৃতিক গ্যাসের জন্য রাশিয়ার উপর ইউরোপের যে নির্ভরতা, তার বিকল্প উৎস ‘বাস্তবে পাওয়া সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন কাতারের জ্বালানি মন্ত্রী সাদ শেহরিদা আল-কাবি। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার তিনি বলেন, সারা বিশ্বে সরবরাহকৃত গ্যাসের ৩০ থেকে ৪০ শতাংশই আসে রাশিয়া থেকে। খবর বিডিনিউজের। ইউক্রেন সঙ্কটের পর বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অন্যতম জোগানদাতা কাতারকে বিকল্প উৎস হিসেবে চাইছে ইউরোপ। আল-কাবি জানিয়েছেন, ইউরোপের সবাই তাদের সঙ্গে যোগাযোগ করেছে। কিন্তু ইইউ যে রাশিয়ার বিকল্প উৎস খুঁজছে, তা মোটেও সহজ হবে না। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোট চলতি বছরেই রাশিয়া থেকে গ্যাস নির্ভরতা কমিয়ে আনতে চায়, যদিও ইইউ’র আমদানিকৃত গ্যাসের ৪০ শতাংশেরও বেশি আসে রাশিয়া থেকে।চলতি সপ্তাহে গ্যাস নিয়ে সমঝোতায় পৌঁছার পর কাতারের রাজধানী দোহা ছাড়েন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হেবেক। যদিও এই মুহুর্তে কাতার থেকে সরাসরি এলএনজি আনার কোনো টার্মিনাল নেই জার্মানির।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ২৬.৬৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউক্রেনকে দুই ভাগ করতে চাইছে রাশিয়া