চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম টেড টক ৪ জুন

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৪৩ পূর্বাহ্ণ

বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের সূচনা কিংবা উদ্ভাবন ও নতুনত্ব এনেছেন যারা তাদের নিয়ে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় বক্তৃতার আয়োজন টেড টক। সমপ্রতি চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মত টেড টকের আন্তর্জাতিক লাইসেন্স অর্জন করেছে। চট্টগ্রামের এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে দিকপাল এমন ছয়জন বিশেষ ব্যক্তিকে নিয়ে আগামী ৪ জুন প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে টেড এক্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। এসময় উপস্থিত ছিলেন সিইউআরএইচএস’র উপদেষ্টা অধ্যাপক ড. অলক পাল, মডারেটর অধ্যাপক ড. আদনান মান্নান, ডেপুটি মডারেটর ড. সুমন গাঙ্গুলি, . শাহনেওয়াজ চৌধুরী, . মো. মাহবুব হাসান এবং ফিন্যান্স বিভাগের শিক্ষক ড. অনুপম দাশ গুপ্ত ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষক ড. ফারজানা চৌধুরী। চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির বিভিন্ন কর্মকাণ্ড উপস্থাপন করেন সংগঠনের সভাপতি মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক কাবেরী দাশ। টেডএক্সের পরিকল্পনা উপস্থাপন করেন নুসরাত আফরিন, আতকিয়া সুবাত ও আল আমিন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও সহপাঠ ক্রমিক কর্মকাণ্ড গতিশীল করতে সার্বিক সহায়তার আশ্বাস দেন এবং শিক্ষার্থীদের আরো বেশি যুক্ত করার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক মেয়র এম. মনজুর আলমের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধঅক্সিজেন ও বালুছড়া থেকে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার