অক্সিজেন ও বালুছড়া থেকে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ইয়াবা বিক্রির হলে মিলবে হাজার টাকা। কিন্তু এর আগেই টের পেয়ে যায় পুলিশ, ধরা পড়ে হাতেনাতে। তার মাধ্যমে খুঁজে বের করে মূল হোতাকেও গ্রেপ্তার করে পুলিশ। গত বুধবার নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এবং বালুছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুইজন হলো, বায়েজিদ বোস্তামি থানার মধ্যম কুলগাঁও সারেং বাড়ির সেকান্দর (৩৬) এবং ফেনী সদর থানার লস্করহাট গ্রামের মো. শাহজাহান (৩৪) প্রকাশ বিপ্লব।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা বলেন, আমাদের কাছে আগেই সংবাদ ছিল ভক্তপুর স্বজন নিবাস আবাসিক এলাকার তফজল সওদাগরের ফাঁকা প্লটের সামনে ইয়াবা নিয়ে ঘুরছেন এক যুবক। সেই অনুযায়ী আমরা অভিযান চালিয়ে সেকান্দরকে আটক করি। এসময় তার বুক পকেটে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। তিনি আরও বলেন, মূলত এক হাজার টাকার বিনিময়ে এসব মাদক বিক্রির জন্য কন্ট্রাক্ট নিয়েছিল সে। এরপর তার কাছ থেকে তথ্য নিয়ে আমরা মূল ডিলার মো. শাহজাহানকে আটক করি। সেকান্দরের বিরুদ্ধে বায়েজিদ থানায় ২০১৮ সালের একটি মাদক মামলা ছিল। আর শাহজাহানের বিরুদ্ধে বায়েজিদ ও চান্দগাঁও থানায় ৩টি মাদকের মামলা রয়েছে। তাদের দুজনের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে আরেকটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম টেড টক ৪ জুন
পরবর্তী নিবন্ধশিল্পকলায় চট্টগ্রাম সংগীত উৎসব আজ