ইপিজেডে ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

আরেকজন গুরুতর আহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১০ মে, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

ইপিজেড থানাধীন আকমল আলী রেলবিট এলাকায় ব্যক্তিগত শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে দুইজন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দ্বিতীয়জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দুজনই পোশাক শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। নিহত যুবক ভোলা জেলার লালমোহন গোবিন্দা বাজার এলাকার মেহেদী হাসান (১৮)। এ ঘটনায় আহত হলেন, ইপিজেড থানাধীন ৩৮ নং ওয়ার্ড ২নং সাইট মালুর বাড়ী এলাকার মো. মিন্টুর ছেলে মো. রিফাত (১৯)। ইপিজেড থানা পুলিশ জানায়, দু’জনের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে ক’দিন আগে কথা কাটাকাটি হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রেলবিট এলাকায় তারা মুখোমুখি হলে পুনরায় কথা কাটাকাটি হয়। এরমধ্যে রিফাত মেহেদীকে আঘাত করতে চাইলে দুজনার মধ্যে ধ্বস্তাধস্তি হয়। পরে দুজন সেখানে ঢলে পড়ে। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মেহেদীকে মৃত ঘোষণা করে এবং রিফাতকে ২ নং ওয়ার্ডে ভর্তি করে।

পূর্ববর্তী নিবন্ধসৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট
পরবর্তী নিবন্ধএকনেকে বিশেষায়িত বার্ন ইউনিট প্রকল্প অনুমোদন