অদিতি সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসবের প্রস্তুতি সভা

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

উত্তর কাট্টলী অদিতি সঙ্গীত নিকেতনের বর্ষ পুর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ১৪২৯ বসন্ত উৎসবের প্রস্তুতি সভা সংগঠনের সভাপতি সাবেক কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে কাট্টলী আইডিয়্যাল স্কুলে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা টুনটু দাশ বিজয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন অলক সেন, মো. বাবলা খান, অমর মজুমদার, সজল দে, মিন্টু ভট্টাচার্য্য, রিয়া দাশ হ্যাপী আচার্য্য, জয়শ্রী মজুমদার, পূর্ণা দাস প্রমুখ।

বক্তরা বলেন বিগত এক যুগেরও বেশি সময় ধরে অদিতি সঙ্গীত নিকেতন উত্তর কাট্টলীতে তিনদিন ব্যাপী বসন্ত উৎসব উদযাপন করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী ১৬, ১৭ ও ১৮ মার্চ বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে। সভায় মো. আবদুল্লাহ আল হারুনকে আহবায়ক, জুয়েল শীলকে সমন্বয়কারী ও প্রকৌশলী সুমন চৌধুরীকে সদস্য সচিব করে বসন্ত উৎসব কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘প্রিয়জনের প্রতি সন্দেহ প্রবণতা কমাতে হবে’
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে গণসংহতি আন্দোলনের মানববন্ধন