সীতাকুণ্ডে গণসংহতি আন্দোলনের মানববন্ধন

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সীমা অঙিজেন প্ল্যান্টে অগ্নিকাণ্ডে হতাহতদের পর্যাপ্ত ক্ষতিপূরণ, সীমা ও বিএম ডিপোর অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে গণ মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। শুμবার সীতাকুণ্ড উপজেলার কদম রসুল বাজারে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা অভিযোগ করেন, সীতাকুণ্ড উপজেলায় অপরিকল্পিত শিল্পায়নের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে।

গণসংহতি আন্দোলন সীতাকুণ্ড উপজেলার আহ্বায়ক প্রকৌশলী জাহিদুল আলম আলজাহিদের সঞ্চালনায় ও সীতাকুণ্ড উপজেলার প্রবীণ নেতা মো. নুরুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম জেলা কমিটি যুগ্ম সমন্বয়ক শহিদ শিমুল, চট্টগ্রাম জেলার যুগ্ম নির্বাহী সমন্বয়কারী নাসির জসি, মহানগরের যুগ্ম আহ্বায়ক চিরন্তন চিরু, গণসংহতি আন্দোলন চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহিম চৌধুরী বাবু ও মহানগর কমিটির সদস্য প্রকৌশলী শেখ মঈনুল আজাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসবের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী