মীরসরাইয়ে এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৩৪ পূর্বাহ্ণ

আমরা মিলি পণে, বন্ধুত্বের আহবানে প্রতিপাদ্যকে নিয়ে নানা আনুষ্ঠানিকতায় মিরসরাইয়ের মহামায়া ইকো পার্কে দিনব্যাপী এসএসসি ৯৮ ব্যাচের রজতজয়ন্তী উৎসব পালন করা হয়েছে।

এ উপলক্ষে গত ১১ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রবাল ভৌমিক ও দীন মোহাম্মদ দিলুর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আব্দুর রহমান, সৈয়দ মইন উদ্দিন, শওকত আলী রুনেল, সাইফুল ইসলাম, মনোয়ার রাসেল, রিদোয়ান সোহাগ, জাকারিয়া হাবিব, শহিদুল ইসলাম প্রমুখ। রজতজয়ন্তী অনুষ্ঠানে তিন শতাধিক ৯৮ ব্যাচের বন্ধুরা উপস্থিত ছিলেন।

এছাড়া ঢাকা,চট্টগ্রাম ফেনী থেকে বিভিন্ন জেলার বন্ধুরা উপস্থিত ছিলেন।এ উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে করেরহাট গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেসের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে গণসংহতি আন্দোলনের মানববন্ধন
পরবর্তী নিবন্ধকক্সবাজারে রোটারি জেলার প্রেসিডেন্ট ট্রেনিং সেমিনার