এভারকেয়ারে শিশু হৃদরোগ নিয়ে সচেতনতামূলক সভা

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

এভারকেয়ার হসপিটাল, চট্টগ্রামে গতকাল সোমবার হাসপাতালের অডিটোরিয়ামে স্থানীয় পল্লী চিকিৎসকদের সাথে শিশু হৃদরোগ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে। সভায় সুবিধাবঞ্চিত শিশুদের হৃদরোগ ও প্রতিকার সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে এভারকেয়ার হসপিটালের পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালট্যান্ট এবং কোঅর্ডিনেটর ডা. তাহেরা নাজরীন উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমাদের দেশে শিশু হৃদরোগের ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার প্রধান শিকার হচ্ছে সুবিধাবঞ্চিত শিশুরা। এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের সেবা দিচ্ছে। অনুন্নত জীবনযাপন, মানসম্মত চিকিৎসাসেবার অভাব এবং আর্থিক সংকটের কারণে শিশুরা নিজেদের ও পরিবারের অজান্তেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে। তাই সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সুবিধাবঞ্চিত শিশু তথা দেশের ভবিষ্যৎ রক্ষার এখনই সময়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিষদের ব্যক্তিবর্গ এবং অন্যান্য চিকিৎসকবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে কর্মশালা
পরবর্তী নিবন্ধবিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে বাসদের সমাবেশ