‘প্রিয়জনের প্রতি সন্দেহ প্রবণতা কমাতে হবে’

বিবাহ বিচ্ছেদ রোধে সচেতনতা শীর্ষক গোল টেবিল বৈঠক

| সোমবার , ১৩ মার্চ, ২০২৩ at ১০:৩২ পূর্বাহ্ণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত শনিবার নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে ‘বিবাহ বিচ্ছেদ রোধে সচেতনতা ও আমাদের করণীয়’ শীর্ষক গোল টেবিল বৈঠক সংগঠনের সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

দিলরুবা খানম ছুটি ও আবছার উদ্দিন অলির সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন মানবপাচার ট্রাইবুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক ফেরদৌস আরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান ভূঁঞা, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (বন্দর) শাকিলা সোলতানা, চবি আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঈন উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজনিন সরকার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চৌধুরী ফরিদ, এড. রোকসানা আক্তার, সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, লেখক ও কলামিস্ট নেছার আহমদ খান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল।

সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা কালাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ভূঁঞা রাসেল, আব্দুল মান্নান, ইউসুফ খান, মোঃ আজিজুর রহমান, স্বপন কান্তি নাথ, এড. বিবি আয়েশা, মোরশেদ আলম, জাকিয়া জাহান নিপু, সালমা বেগম, মিজানুর রহমান বাপ্পী, আসিবুর রহমান, জাহিদুল করিম বাপ্পী, মোহাম্মদ আইয়ুব, শান্তা বাসার। বক্তারা বলেন, বিবাহ বিচ্ছেদ একটি স্বাভাবিক ঘটনা। সাম্প্রতিক সময়ে বিবাহ বিচ্ছেদের ঘটনা বেড়েই চলেছে তা নিয়ে ভাবা প্রয়োজন। এ সমস্যার থেকে পরিত্রান পেতে হলে পারিবারিক বন্ধন বাড়াতে হবে। একে অপরের প্রতি মায়া, মমতা, ভালোবাসা এবং বৈষম্য দূর করতে হবে। এবং সবচেয়ে যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হলো প্রতিজনের প্রতি সন্দেহ প্রবণতা কমাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্দীপনার উদ্যোগে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতিচারণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঅদিতি সঙ্গীত নিকেতনের বসন্ত উৎসবের প্রস্তুতি সভা