অট্টালিকা বানাচ্ছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর

| রবিবার , ৮ মে, ২০২২ at ১১:৫১ পূর্বাহ্ণ

বেশ কয়েক লক্ষ টাকা খরচ করে বীরভূমের দুবরাজপুরের উড়ালজুড়ি গ্রামে অট্টালিকা তৈরি করছেন কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর। গাড়ি কিনেছিলেন আগেই। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, কাঁচা বাড়ীর পাশেই তৈরি হচ্ছে ভুবনের পাকাবাড়ী। এ নিয়ে গানও বেঁধেছেন তিনি। শখের নতুন বাড়ীতে মার্বেল বসানো হচ্ছে। অন্দরসজ্জাও হবে চোখ ঝলসানো। নিজের বাড়ী নিয়ে এমনটাই জানাচ্ছেন ভুবন।

ভুবন বলেন, ৬ লাখ টাকা খরচ করেছি এই বাড়ী করতে। আরও কিছু করব। আগে কাঁচা বাড়ীতে থাকতাম। এখন পাকা বাড়ীতে আছি। বাড়ীর বারান্দাটা সাজাব আমি। প্লাইসহ নানা জিনিসপত্র দিয়ে সাজানো হবে। এক শিল্পীর সঙ্গে কথাও হয়েছে। এত দিন ভাবিনি মাথার উপরে পাকা ছাদ হবে। মানুষজন আমার কাঁচা বাদাম গান শুনছেন এটা ভাল লেগেছে।

ভুবন বাদ্যকরের নতুন বাড়ী এখনও নির্মাণাধীন হলেও কাঁচাবাড়ী ছেড়ে সপরিবারে ভুবন আপাতত সেই বাড়ীতেই উঠেছেন। নিজের অবস্থার পরিবর্তন নিয়ে গানও বাঁধছেন। তার বাড়ীর মতো সেই গানও আপাতত নির্মীয়মাণ। অনুরোধে একটু গেয়েও শোনালেন- ‘ছিল না আমার বাসাবাড়ী। এখন হল পাকাবাড়ী।’

পূর্ববর্তী নিবন্ধমাদ্‌রাসা শিক্ষায় বছরে ৩ হাজার কোটি টাকা ব্যয় করছে সরকার : শিক্ষা উপমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টার আগেই তিন মিলিয়ন, ফের রেকর্ড অমির