গুজরাটে ‘গেম জোনে’ অগ্নিকাণ্ড, নিহত ২৭

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ভারতের গুজরাট রাজ্যের রাজকোটে গতকাল শনিবার সন্ধ্যায় একটি গেমিং জোনে ভয়াবহ আগুনে অন্তত ২৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। সেখানে এখনও উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনডিটিভি। রাজকোট পুলিশের সহকারী কমিশনার বিনায়েক প্যাটেল বলেন, এখন পর্যন্ত আগুনে ২৭ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। মৃতদেহগুলো সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তাই সেগুলোর পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। খবর বিডিনিউজের।

তার আগে রাজকোটের পুলিশ কমিশনার রাজু ভারগভ জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে উদ্ধার অভিযান এখনও চলছে। আমরা ঘটনাস্থল থেকে যত দ্রুত সম্ভব মৃতদেহগুলো বের করে আনার চেষ্টা করছি। এখন পর্যন্ত ২০টি মৃতদেহ উদ্ধার হয়েছে। সেগুলো হাসপাতালে পাঠনো হয়েছে। তদন্ত চলছে। যুবরাজ সিং সোলাঙ্কি নামে এক ব্যক্তি ওই গেমিং জোনের মালিক। আমরা অবহেলার দায়ে মৃত্যুর অভিযোগে একটি মামলা দায়ের করেছি। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা আমি এখনই বলতে পারছি না। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। বেশ কয়েকটি ফায়ার ইঞ্জিন সেখানে কাজ করছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তল্লাশি অভিযান শেষে সেখানে ঠিক কতজন হতাহত হয়েছেন সেটা আমরা বুঝতে পারবো। আগুনের এই ঘটনার পর নগরীর সব গেমিং জোন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড় রেমাল আঘাত হানবে আজ
পরবর্তী নিবন্ধপ্রথমে দেয়া হয় আগুন, তারপর কাটা হয় গাছ