গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মেছিলে বসন্ত সন্ধ্যায়,
জাতির ত্রাতাসম মুজিব তুমি যেনো হিমালয়।
মানব সেবায় ব্রত মুজিব কিশোরবেলা;
দানাপানির নাই বালাই
ছোটে মুজিব পাড়ায় পাড়ায়,
অজান্তে উপোষ করে সে বেলাঅবেলা।
দুঃখি মানুষকে হাত মেলে জড়ায় সে মৃণাল পরশে
রিক্ত হস্তে মমতায় আলিঙ্গনে মর্মান্ত হরষে।
মুজিব তুমি দাও শান্তনা দেবতা সুখ নয়নে
ব্যথিত হৃদয়ে ডেকে নাও কোমল সম্ভাষণে।
বাঙালির স্বাধিকার চেয়ে হলে তুমি কারারুদ্ধ
জেগেছে জাতি তোমার মুক্তিতে হয়ে ঐক্যবদ্ধ।
মৌলিক গনতন্ত্র আবিস্কারে আইয়ুব সরকার
চাই একমাথা এক ভোট, মুজিবের হুঙ্কার।
জেলজুলুম হুলিয়া মুজিব যায় ভুলিয়া
নেতা হলেন বঙ্গবন্ধু সারাবিশ্ব জানান দিয়া।
৭ই মার্চের ভাষণে দিলে স্বাধীনতার ডাক
লাখো জনতার মেজাজে পাক সেনা নীরবে নির্বাক।
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম“;
বজ্রকন্ঠের হুঙ্কারে কম্পমান নিখিল পাকিস্তান
মন্ত্রমুগ্ধ বাঙালি জাতির পিতা শেখ মুজিবর রহমান।
তুমি সেই পুরুষ যাঁর নামে যুদ্ধ জয়ধ্বনি
জয়বাংলা স্লোগানে স্বাধীন বাংলা রাজধানী।
শত্রুর রোষানলে বত্রিশে প্রাণহীন দেহখানি
হত্যার বিচার হবে হবে নিস্তার পাবে না খুনি।