কর্ণফুলী নদীতে নোঙর করা ‘এফবি সী হার্ট–১’ নামের একটি জাহাজের রশি ছিঁড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন, জাহাজের সুকানি মোহাম্মদ আলতাফ (৪০) ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন (৩৭)। দু’জনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।
গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ নোয়াখালীর হাতিয়ার মো. আবু তাহেরের ছেলে। নুর উদ্দিনও একই উপজেলার বাসিন্দা এবং তার বাবার নামও আবু তাহের বলে জানা যায়। তারা দীর্ঘদিন ধরে এম এ কাদের গ্রুপের মালিকানাধীন সী হার্ট জাহাজে চাকরি করে আসছিলেন।
জানা যায়, ‘এফবি সী হার্ট–১’ জাহাজটি একই কোম্পানির অপর একটি জাহাজ টেনে পানিতে নামানোর সময় হঠাৎ জাহাজের সাথে বাঁধা রশি ছিঁড়ে এ দুই শ্রমিকের মৃত্যু হয়। মূলত জাহাজের মোটা রশির আঘাতে দুইজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। জাহাজের মালিক এম এ কাদের ব্যবসায়িক কাজে থাইল্যান্ডে রয়েছে। তবে দেশে ফিরে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাসে কোন ধরণের মামলা ও পোস্টমর্টেম ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ থানা পুলিশ।
এ বিষয়ে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, নিহত দুই জাহাজ শ্রমিকের পরিবারের সাথে জাহাজ কোম্পানির সমঝোতা হয়েছে। নিহতের পরিবার মামলা না করার থানায় লিখিত আবেদনের প্রেক্ষিতে দুই শ্রমিকের ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।