মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির সভা

| সোমবার , ৩১ অক্টোবর, ২০২২ at ১১:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির এক সভা গত ২৯ অক্টোবর সন্ধ্যায় সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কমিটির নবাগত চেয়ারম্যান উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভার বিভিন্ন বিষয় তুলে ধরেন সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর শায়েস্তা খান। সভায় কে এম এজেন্সী মহানগরী কিশোর ফুটবল লিগ শুরু প্রসঙ্গে আলোচনা করা হয়। এবার ১৩ টি দলকে অংশগ্রহনের অনুমোদন দেওয়া হয়।

দলগুলো হচ্ছে : বাংলাদেশ বয়েজ ক্লাব ফুটবল একাডেমি, চট্টগ্রাম শেখ রাসেল ফুটবল একাডেমি, কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, বাবর ফুটবল একাডেমি, ফরিদ ফুটবল একাডেমি, মহসিন সাজু ফুটবল একাডেমি, পাহাড়তলী একাদশ ক্রীড়া চক্র, রামপুরা একাদশ, হালিশহর একাদশ ক্লাব, সীতাকুন্ড যুব কিশোর ফুটবল ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি, মাদারবাড়ী শোভনীয় ফুটবল একাডেমি, কাজল ফুটবল একাডেমি। খেলোয়াড় বাছাই শুরু হবে ৯,১০,১১,১২ নভেম্বর। সন্ধ্যা ৬টা থেকে ৯ টা পর্যন্ত খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে।

সভায় লিগের বিভিন্ন দিক উপস্থাপন করেন সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. ইবাদুল হক লুলু, সংস্থার যুগ্ম সম্পাদক ও ফুটবল কমিটির সম্পাদক আশীষ ভদ্র। সভায় উপস্থিত ছিলেন তৈয়বুর রহমান, ফরিদ আহমেদ, শামীম আজাদ খোকন, আব্দুল্লা আল মামুন, কায়সার মির্জা, সেকান্দর কবির, রাকিব মাহমুদ, এম এ মুসা বাবলু, মাহবুবুর আলম মুকুল, জহির উদ্দিন, অধ্যাপক যাহেদুর রহমান যাহেদ,ইনামুল হাসান,ডা. সৈয়দ সাইফুর ইসলাম,আবদুল গফুর পন্টি, প্রবীন কুমার ঘোষ, লুৎফুর কাদের বাবর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ভেন্যুতে সিলেট এবং হবিগঞ্জ জেলার জয়
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের শুভ সূচনা