নোয়াখালীতে নতুন আরেকটি গ্যাসকূপ খনন শুরু

প্রতিদিন পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস

| মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নতুন আরেকটি গ্যাসকূপ খনন উদ্বোধন করা হয়েছে; যেখান থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। গতকাল সোমবার দুপুরে উপজলার অম্বরনগর ইউনিয়নের ওয়াছেকপুর গ্রামে এ খনন কাজের উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম এঙপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেঙ) এর খনন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী গাজী মো. মাহবুবুল হক। খবর বিডিনিউজের।

বেগমগঞ্জ(ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প পরিচালক প্রিন্স মো. আল হেলাল জানিয়েছেন, প্রাথমিকভাবে কূপটির তিন হাজার ২০০ মিটার খননের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। খনন শেষে এ কূপ থেকে প্রতিদিন ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করে বাখরাবাদের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআর অস্ত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হোক মানুষের কল্যাণে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধছনহরায় ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি