মিনহাজ সৌরভের সেঞ্চুরিতে চতুর্থ জয় নওজোয়ানের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চতুর্থ জয় তুলে নিয়েছে প্রথমবার খেলতে আসা আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে আগ্রাবাদ নওজোয়ান ১৭ রানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে পরাজিত করে। মিনহাজ উদ্দিন সাকিবের দুর্দান্ত সেঞ্চুরির উপর ভর করে এই দারুণ জয় পায় নওজোয়ান। অপরদিকে টানা ছয় ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হারল মুক্তিযোদ্ধা। আর তাতে তাদের শিরোপার পথটা কিছুটা হলেও কঠিন হয়ে গেল। যদিও এখনো লিগে অনেক সমীকরণ বাকি। তাই জমে উঠা লিগের শেষটা দেখতে অপেক্ষায় থাকতে হবে।

সকালে টসে জিতে ব্যাট করতে নেমেছিল আগ্রাবাদ নওজোয়ান। শুরু থেকেই মুক্তিযোদ্ধার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকে নওওেজায়ানের ওপেনার নাজিম উদ্দিন সাব্বির। আবুল হাশেম রাজাকে নিয়ে ৭৫ রানের জুটি গড়েন সাব্বির। এ জুটি ভাঙ্গেন জুলহাজ সাগর। তিনি ফেরান ৫২ বলে ৬৩ রান করা সাব্বিরকে। ৭৫ থেকে ৭৭ রানে যেতে আরো দুই উইকেট হারিয়ে চাপে পড়ে নওজোয়ান। চতুর্থ উইকেটে মিজান এবং মিনহাজ সৌরভ মিলে যোগ করেন ৩৭ রান। ১৩ রান করে ফিরেন মিজান। এরপর মিনহাজ উদ্দিনকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন মিনহাজ সৌরভ। ৯১ রানের জুটি গড়েন দুজন। ৫৪ বলে ৪৩ রান করে মিনহাজ উদ্দিন ফিরলে ভাঙ্গে এজুটি। এরপর একাই দলকে টানতে থাকেন মিনহাজ সৌরভ। শরীফুলকে নিয়ে ৪৮ রান যোগ করেন সৌরভ। ২২ রান করে শরীফুল ফিরলেও সৌরভ ফিরেছেন নিজের সেঞ্চুরি পূরণ করে। ১০৮ বলে ৮টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত থাকেন সৌরভ। আর তার দল নওজোয়ান পৌঁছে যায় ২৬৬ রানে। মুক্তিযোদ্ধার পক্ষে ২টি উইকেট নিয়েছেন মোহাইমেনুল। ২৬৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমওভারেই আল আমিনকে হারায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয় উইকেটে ইফতি এবং সাদমান মিলে ৪১ রান যোগ করেছিলেন। ১৬ বলে ২৩ রান করে ইফতি ফিরলে ভাঙ্গে এজুটি। তৃতীয় উইকেটে মোহাইমেনুলকে নিয়ে ৪৩ রান যোগ করেছিলেন সাদমান। কিন্তু অবিবেচকের মত উইকেট ছেড়ে বেরিয়ে এসে মারতে গিয়ে স্টাম্পড হয়ে ফিরেন ৪১ রান করা সাদমান। এরপর বড় কোন জুটি গড়ে তুলতে পারেনি মুক্তিযোদ্ধার ব্যাটাররা। যদিও একপ্রান্ত আগলে রেখে দলকে টানছিলেন। কিন্তু অপরপ্রান্তে তেমন কেউ সঙ্গ দিতে পারেনি তাকে। শহীদুল ২৪, রিপন ১৩, ইনজামাম ২ এবং ইমরুল ২ রান করে ফিরলে ম্যাচের লাগাম হেলে পড়ে নওজোয়ানের দিকে। কিন্তু ১৭৯ রানে ৮ উইকেট হারানোর পর মরা ম্যাচে আবার প্রাণের সঞ্চার করেন মুরসালিন মুরাদ এবং রতন দাশ। এজুটি ৫৮ রান যোগ করে আবার প্রতিদ্বন্দ্বীতা ফিরিয়ে আনে ম্যাচটিতে। কিন্তু ২৬ বলে ৩২ রান করে মুরসালিন ফিরলে শেষ হয়ে যায় মুক্তিযোদ্ধার আশা। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল মুক্তিযোদ্ধার। কিন্তু দুই বলে এক নিতে পারে তারা। রতন দাশ আউট হয়ে গেলে ৪৯.২ ওভারে ২৪৯ রানে অল আউট হয় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। রতন করেন ৩৭ বলে ৪১ রান। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে মাজহারুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন নাজিম উদ্দিন সাব্বির এবং ইরফাতুজ্জামান।

আজকের খেলায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পাইরেটস অব চিটাগাং। খেলাটি শুরু হবে সকাল নয়টায়।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ উইকেট তবুও পার্পল ক্যাপ পেলেন না মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধজিম্বাবুয়ে ক্রিকেট দল চট্টগ্রামে আজ অনুশীলনে নামবে দু’দল