জিম্বাবুয়ে ক্রিকেট দল চট্টগ্রামে আজ অনুশীলনে নামবে দু’দল

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন চট্টগ্রামে। গত রোববার রাতে ঢাকা নেমেই সরাসরি চট্টগ্রামে চলে আসে জিম্বাবুয়ে ক্রিকেট দল। গতকাল তাদের অনুশীলনের শিডিউল থাকলেও শেষ পর্যন্ত তারা সেটা বাতিল করে। ফলে গতকাল সারাদিনই হোটেলে সময় কাটিয়েছে জিম্বাবুয়ে দল। তবে আজ প্রথমবারের মত অনুশীলনে নামবে সফরকারীরা। জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বিকেলে তাদের অনুশীলন করার কথা রয়েছে। তার আগে সকালে একই মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দলও। যদিও গত ২৬ এপ্রিল চট্টগ্রামে এসেছে বাংলাদেশ। ২৭ এবং ২৮ এপ্রিল অনুশীলনও করেছে টাইগাররা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। গতকাল বিশ্রামে কাটিয়েছে নাজমুল হোসেন শান্তর দলও। তবে আজ রয়েছে পুরো সেশনের অনুশীলন। বৈশাখের মাটি চৌচির করা রোদে সকালে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। আগের দুই দিন ক্লোজ ডোরে অনুশীলন করেছে হাথুরুসিংহের শিষ্যরা। একদিন বিরতির পর আবার মাঠে নামবে অনুশীলনে টাইগাররা। আগামী ১ জুন হতে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে দল পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে। সিরিজটি শুরু হবে আগামী ৩ মে। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটি ম্যাচ হাবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে। বাকি দুৃটি ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ৩ মে সন্ধ্যা ছয় টায় মাঠে গড়াবে প্রথম টিটোয়েন্টি ম্যাচটি। ৫ মে দ্বিতীয় টিটোয়েন্টি ম্যাচটিও মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। ৭ মে তৃতীয় ম্যাচটি মাঠে গড়াবে বিকেল তিন টায়। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ এবং ১২ মে। ১০ মে এর ম্যাচটি সন্ধ্যা ছয় টায় মাঠে গড়ালেও সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে সকাল ১০ টায়। এই সিরিজের পর যুক্তরাষ্ট্রে গিয়ে স্বাগতিকদের বিপক্ষে আরো একটি টিটোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধমিনহাজ সৌরভের সেঞ্চুরিতে চতুর্থ জয় নওজোয়ানের
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.২৩ কোটি টাকা