সিএসইতে লেনদেন ১৪.২৩ কোটি টাকা

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল সোমবার লেনদেন হয়েছ ১৪.২৩ কোটি টাকা। ৪,৪৪০ টি লেনদেনের মাধ্যমে মোট ৫৩.৫৩ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩.৪৫ পয়েন্ট কমেছে, যা হলো ১৮,৫২০.১৩ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.৮৩ পয়েন্ট কমেছে, যা হলো ১,২৯৯.৪২ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ২.০০ পয়েন্ট কমেছে, যা হলো ১,১৭৮.৬৪ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ২.৩৮ পয়েন্ট বেড়েছে গতকাল, যা হলো ২,৬২১.২৭ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৭৬,০৮৯.৮৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৩৬,০৫১.৫৬ কোটি টাকা। সিএসইতে ৬৩৩ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২০৩ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫১ টির, কমেছে ৫৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৯৬ টির।

পূর্ববর্তী নিবন্ধজিম্বাবুয়ে ক্রিকেট দল চট্টগ্রামে আজ অনুশীলনে নামবে দু’দল
পরবর্তী নিবন্ধরাজস্থানে মসজিদের ভেতর ঢুকে ইমামকে পিটিয়ে হত্যা