কোয়ালিটিকে প্রথম হারের স্বাদ দিল উল্লাস ক্লাব

১ম বিভাগ ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগের ৫ম রাউন্ড পর্যন্ত অপরাজিত থাকা দল কোয়ালিটি স্পোর্টস প্রথম পরাজয়ের স্বাদ নিয়েছে। দু’দিন বন্ধ থাকার পর গতকাল সোমবার আবার শুরু হওয়া ম্যাচে উল্লাস ক্লাব ৩ উইকেটে হারিয়ে দেয় কোয়ালিটি স্পোর্টসকে। সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় টসে জিতে উল্লাস ক্লাব কোয়ালিটিকে প্রথমে ব্যাট করতে পাঠায়। কোয়ালিটি ৩৫.২ ওভার খেলে ১৬৮ রান তুলে সবাই আউট হয়ে যায়। ওপেনার নাজমুল কবিরের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৪ রান। ৫১ বল খেলে ৬টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে তিনি ঐ রান করেন। অন্যদের মধ্যে ফারহান বিল্লাহ ১৮, সাদমান রহমান ২১, আশরাফ নাহিদ ১১, মেহেদি হাসান ১২ এবং ওবাইদ উল্লাহ ১৪ রান করেন। উল্লাস ক্লাবের পক্ষে মোহাইমিনুল বাপন এবং আবু নাসের হৃদয় ৩টি করে উইকেট দখল করেন। নিশীত ঘোষ ২টি এবং আদিল কবির ১টি উইকেট লাভ করেন। জবাব দিতে নেমে উল্লাস ক্লাব ৩৭.৫ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭০ রানে পৌঁছে যায়। দলের পক্ষে ওপেনার আবু নাসের হৃদয় ৬১ বল খেলে সর্বোচ্চ ৪৭ রান করেন ৩টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে। এছাড়া নূর আদ রশিদ ৩০ এবং পিনন শর্মা অপরাজিত ৩৬ রান করেন। ২৬ বলে ৪টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে পিনন ঐ রান করেন। এছাড়া মো. নোমান ১৫, মোস্তফা আল মারুফ ১১ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। কোয়ালিটির পক্ষে মোইম ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান জুনাইদ বিন মোস্তফা এবং মেহেদি হাসান তুহিন। ৬ খেলা শেষে কোয়ালিটি ১৫ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে উল্লাস ক্লাব সমান খেলায় ৭ পয়েন্ট লাভ করে। আজকের খেলা: ফিরিঙ্গীবাজার লাকি স্টার ক্লাব বনাম নিমতলা লায়ন্স ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধভেটারেন কারাতে প্রতিযোগিতায় আব্দুল হান্নানের স্বর্ণপদক লাভ
পরবর্তী নিবন্ধএলপিএলের নিলামে তামিম-মুশফিকরা