নালা ও ফুটপাত থেকে দোকান ও স্থাপনা উচ্ছেদ

সড়কে গাড়ি পার্কিং করায় জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩০ এপ্রিল, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

সড়কে গাড়ি পার্কিং করায় নগরে দুইটি হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহরীন ফেরদৌসী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনিষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

দণ্ডিত হোটেল দুটি হচ্ছে : হোটেল গোল্ডেন ইন ও এশিয়ান এস আর। হোটেল দুটোর গাড়ি স্টেশন রোডে পার্কিং করা হয়। এ অপরাধে প্রতিটি হোটেলকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করে চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, একই অভিযানে স্টেশন রোড, নিউ মার্কেট, জুবলী রোড এবং তিন পুলের মাথা পর্যন্ত নালা ও ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকান ও স্থাপনা দোকান উচ্ছেদ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধটিউবওয়েল বসানো নিয়ে বিরোধ, হামলায় বৃদ্ধ নিহত
পরবর্তী নিবন্ধ১ মে বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা গাড়ি চলাচল বন্ধ থাকবে