চিম্বুক পাহাড়ে ম্রোদের জায়গায় হোটেল নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ নভেম্বর, ২০২০ at ৯:০৮ পূর্বাহ্ণ

বান্দরবান চিম্বুক পাহাড়ে ম্রো সম্প্রদায়ের এক হাজার একর জায়গা দখল করে সিকদার গ্রুপের পাঁচ তারকা হোটেল নির্মাণের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে চার পাহাড়ি সংগঠন। সমাবেশ থেকে অবিলম্বে নির্মাণ কাজ বন্ধের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার চেরাগী পাহাড় মোড়ে ‘উন্নয়নের নামে পাহাড়ে ভূমি বেদখল ও উচ্ছেদ বন্ধ কর’ শিরোনামে প্রতিবাদ সমাবেশ পালন করেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), গণতান্ত্রিক যুব ফোরাম, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতা-কর্মীরা। এর আগে বিভিন্ন ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে। উচিংশৈ চাক শুভ’র সভাপতিত্বে পিসিপির নগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমার সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা ও গবেষক ডা. মাহফুজুর রহমান, আসমা আক্তার, অপুদাশ গুপ্ত, গণসংহতি আন্দোলনের-সমন্বয়ক হাসান মারুফ রুমি, ডা. সুশান্ত বড়ুয়া, সাবেক কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি, অ্যাডভোকেট ভূলন ভৌমিক। এছাড়া সংহতি জানিয়েছেন, চবি সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সুবর্ণা মজুমদার, কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান প্রমুখ। ডা. মাহফুজুর রহমান সমাবেশে বলেছেন, স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগ্রামে আদিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার আদর্শকে সামনে রেখে পাহাড়িদের ভূমি দখল নয়, পাহাড়িদের নিজস্ব অধিকারের দিতে হবে। চিম্বুক পাহাড়ে অবিলম্বে পাঁচ তারকা হোটেল নির্মাণ ও ম্রো উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ করতে হবে। অ্যাডভোকেট ভুলন ভৌমিক বলেন, চিম্বুক পাহাড়ে পাঁচ তারকা হোটেল নির্মাণ কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণকে নিশ্চিহ্ন করার গভীর ষড়যন্ত্র। সমাবেশে আরো বক্তব্য দেন পিসিপি চবি শাখার সাংগঠনিক সম্পাদক মিল্টন চাকমা, পাবর্ত্য চট্টগ্রাম নারী সংঘের সহ-সভাপতি পিংকী চাকমা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধটুথপেস্টের প্যাকেটে ৬০ লাখ টাকার ইয়াবা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ১২০ ইএফডি মেশিন স্থাপন