যিনি মানুষকে ভালবাসতে জানেন, মানুষের জয়গান করেন, তিনিই মানবসেবার মাধ্যমে সমাজকে আলোকিত করতে পারেন। সে মহানরাই পরম সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারেন। সে কাজটিই করে যাচ্ছে ঐতিহ্যবাহী মেরিডিয়ান গ্রুপ ও লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৮ জানুয়ারি সারাদিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা এলাকার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত ও সুবিধাবঞ্চিত প্রায় ৩০০০ মানুষের মাঝে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। তন্মধ্যে ৫২৬ জন রোগীকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও লেন্স স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবার ব্যবস্থা করা হয়। লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রালের প্রেসিডেন্ট লায়ন হানিফা নাজিফ হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি–৪, বাংলাদেশের গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. গোলাম মাওলা, জিএম ট্রাস্ট নিউইয়র্ক এর প্রেসিডেন্ট মো. আবুল খায়ের, লায়ন শাহীদা সিকদার হাই। প্রেস বিজ্ঞপ্তি।