চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় দুষ্কৃতকারী কর্তৃক নাশকতা ও হামলা প্রতিহত করতে জিআরপি পুলিশ ও আরএনবি ফোর্সের সমন্বয়ে বিশেষ সশস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিভিন্ন রুটের ট্রেন এবং স্টেশনসহ আশপাশের এলাকার নিরাপত্তার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশের সশস্ত্র সদস্যরা সার্বক্ষণিক পাহারায় থাকেন। তারপরও দুষ্কৃতকারী কিংবা জঙ্গিদের হামলাসহ সব ধরনের নাশকতা মোকাবেলায় আরএনবি ও জিআরপি পুলিশকে অধিকতর সতর্ক রাখার জন্য গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে রেলস্টেশন এলাকায় মহড়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রেলওয়ে চট্টগ্রামের পুলিশ সুপার কামরুল হাসান, জিআরপি থানার ওসি সরোয়ার আলম, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম রেলস্টেশনের টিআই সালামত উল্লাহ প্রমুখ।












