আজিজুল হক আল কাদেরীর ষান্মাসিক ওরশ

| রবিবার , ৪ অক্টোবর, ২০২০ at ১১:২১ পূর্বাহ্ণ

আল্লামা মুহাম্মদ আজিজুল হক আল কাদেরীর (রহ.) ষান্মাসিক ওরশ গত বুধবার ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল মাদ্রাসা মাজার মাঠে অনুষ্ঠিত হয়। আনজুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার ব্যবস্থ্থাপনায় অনুষ্ঠিত ওরশে সভাপতিত্ব করেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল-কাদেরী (মজিআ)। এতে প্রধান অতিথি ছিলেন শাহছুফি মাওলানা শাহাজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল্‌-মাইজভাণ্ডারী (মজিআ)। বক্তব্য রাখেন আল্লামা মোহাম্মদ আবদুল অদুদ আল-কাদেরী, আল্লামা শফিউল আলম নেজামী, আল্লামা মো. হাছান রেজা আল-কাদেরী, আল্লামা মোহাম্মদ ইদ্রিছ আনসারী, আল্লামা একেএম ইউছুপ, মুফতি আব্দুন মোস্তফা রেজভী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, মাওলানা আব্দুন নবী, মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, মাওলানা শফিউল আলম আজিজি, মাওলানা মঈন উদ্দিন খাঁন মামুন, মাওলানা ফখরুদ্দিন চাঁদপুরী প্রমুখ। মাওলানা কাজী মোহাম্মদ শফিউল আলমের সঞ্চালনায় মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মোহাম্মদ মোজাহিদ, মাওলানা মোহাম্মদ জুননুরাইন, মাওলানা মনজুরুল আনোয়ার, অধ্যক্ষ লোকমান চিশতী, মোহাম্মদ ইকবাল চৌধুরী প্রমুখ। এছাড়া ওরশে কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, গিলাফ ছড়ানো, জিয়ারত, কিয়াম-মিলাদ, বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া ও দরিদ্রদের মাঝে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধজিয়ার আদর্শে যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে