৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

লকডাউন অমান্য

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩০ এপ্রিল, ২০২১ at ৮:০৯ পূর্বাহ্ণ

চলমান লকডাউন সফল করতে গতকাল বৃহস্পতিবারও নগরজুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় লকডাউন অমান্য করার দায়ে ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। মোট ১০ জন ম্যাজিস্ট্রেট নগর জুড়ে এ অভিযান পরিচালনা করেন। জেলা প্রশাসকের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চলমান লকডাউনের মধ্যে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে।
এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি বা শর্ত মানার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, কেউ কেউ এসব বেঁধে দেয়া নিয়ম মানছেন না। অভিযানে গিয়ে এসব চিত্র চোখে পড়লে একপর্যায়ে দোষীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা-পরবর্তী সময়ে প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘হাজারী লেইন’
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ