চেয়ারম্যান পদের গেজেট স্থগিত করাসহ কয়েকটি কেন্দ্রে পুনরায় নির্বাচন দাবি জাফর আলমের

চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচন

চকরিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৩৭ পূর্বাহ্ণ

গত ২১ মে অনুষ্ঠিত হয়ে যাওয়া কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের ঘোষিত বেসকারি ফলাফল ও গেজেট স্থগিত করাসহ ফলাফল জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফর আলম। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (ইসি), চার কমিশনার এবং সচিব বরাবর দায়েরকৃত অভিযোগে বলা হয়যেহেতু বেশ কয়েকটি কেন্দ্রের কার্ড পরিবর্তনের ঘটনায় চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলের বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে, সেহেতু সকল কেন্দ্রের ফলাফল পুনরায় গণনা, কয়েকটি কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান এই প্রার্থী।

এর আগে গত ২১ মে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দুই দফায় কমবেশি ভোটের সংখ্যা দেখিয়ে ফলাফল ঘোষণার পর ওই রাতেই ইভিএমে ফলাফল জালিয়াতির অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাফর আলম। এর পর দিন ২২ মে বেলা এগারটায় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চকরিয়ার ইউএনও সেই অভিযোগের শুনানি করেন। এ সময় অভিযোগকারী প্রার্থী জাফর আলমের কাছ থেকে লিখিত বক্তব্য নেন।

অভিযোগকারী প্রার্থী জাফর আলম ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে বর্জ্য শোধনাগার প্রকল্প করতে দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধঅধিকতর তদন্তে এলো এজাহারে না থাকা মূল আসামির নাম