কুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন

ভাতের প্যাকেট বিতরণ নিয়ে দ্বন্দ্ব

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

কুতুবদিয়ায় ছুরিকাঘাতে ফরহাদ হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি শিকদার পাড়া গ্রামের মোহাম্মদ আরফাতের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে স্থানীয় হামিদা বেগমের বাড়িতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি সভার আয়োজন করা হয়। সভায় ৫০ জন মহিলা ও ৫০ জন পুরুষের পাশাপাশি স্থানীয় ইউপি সদস্য ও মহিলা সদস্যকে আমন্ত্রণ জানানো হয়। ইউপি সদস্য মোশাররফ হোসেন উপস্থিত হয়ে তাকে না জানিয়ে এই বাড়িতে কেন সভার আয়োজন করা হয়েছে তা নিয়ে কথাকাটাকাটি হয়। সভা শেষে তার লোকদের আগে ভাতের প্যাকেট বিতরণ নিয়ে আবার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মেম্বার মোশাররফের নেতৃত্বে ৮/১০ লোক নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে ফরহাদ হোসেন নামে এক যুবক নিহত হয়।

প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমেদ জানান, মেম্বার মোশাররফ কয়েকমাস আগে আমার ভাতিজা রবিউলকে মারধর করে পা ভেঙে দেয়, সে ঘটনায় মেম্বারসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। সেই থেকে মেম্বার আমাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বৃহস্পতিবার সকালে আমার বাড়িতে কেন সভার আয়োজন করা হয়েছে, তাকে কেন আগে বলা হয়নি। এ নিয়ে মেম্বার মোশাররফ তার লোকজন নিয়ে সভায় উপস্থিত হয়ে ঝামেলা শুরু করে। সভা শেষে তার লোকদের আগে ভাতের প্যাকেট দেওয়ার জন্য ইচ্ছে করেই ঝগড়া বাধায়। এক পর্যায়ে মোশাররফ ও শেফায়েতসহ ৮/১০ জন লোক আমার পরিবারের লোকদের উপর হামলা করে। তাদের ছুরিকাঘাতে ফরহাদ, তাওছিফ, কোরবান আলী গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় হালিমা বেগম জানান, যাদেরকে ছুরিকাঘাত করা হয়েছে তারা কেউ সভায় উপস্থিত ছিলেন না, কয়েকমাস আগে মেম্বার রবিউল নামের এক যুবকের উপর হামলা করে তার পা ভেঙে দেয়, সে মামলায় মেম্বার মোশাররফকে পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। তার প্রতিশোধ নিতে দলবল নিয়ে মেম্বার ফরহাদ, তাফসির, কোরবান আলীকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। কর্তব্যরত চিকিৎসক ফরহাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। তাওছিফ ও কোরবান আলী উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, আলী আকবর ডেইল ইউনিয়নে শান্তি বাজার এলাকায় একটি এনজিওর সভায় কথাকাটাকাটি জেরে ছুরিকাঘাতে ফরহাদ হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। হামলায় আহতদের সাথে মেম্বার মোশাররফের আগে থেকে বিরোধ চলমান আছে। সেই ঘটনার সূত্রধরে এই হামলা করা হয়েছে কি না তা পুলিশ তদন্ত করে দেখছে। নিহত যুবকের লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযৌথ বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফের দুই সদস্য নিহত
পরবর্তী নিবন্ধকাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ঘনচিনি খালাসের অভিযোগ