কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে আমদানি নিষিদ্ধ ঘনচিনি খালাসের অভিযোগ

কাস্টমস হাউসে দুদক টিম

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে আমদানিনিষিদ্ধ ঘনচিনি শনাক্ত করার পরও খালাস করার অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক।

গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম১ এর একটি এনফোর্সমেন্ট টিম কাস্টমস হাউসে এ অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম ওই অফিসের এআইআর শাখা হতে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করেছে। রেকর্ডপত্র পর্যালোচনান্তে অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে।

অভিযানে প্রাপ্ত তথ্যাবলী বিস্তারিতভাবে যাচাইপূর্বক কমিশনের সিদ্ধান্ত চেয়ে এনফোর্সমেন্ট টিম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানিয়েছেন দুদক সূত্র।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ছুরিকাঘাতে যুবক খুন
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধভাবে সম্মেলনের সিদ্ধান্ত