হালদায় ইঞ্জিনচালিত নৌকার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

| শুক্রবার , ১৪ জানুয়ারি, ২০২২ at ৭:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে মা মাছ রক্ষায় অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন। অভিযানে ইঞ্জিনচালিত দুটি নৌকার ইঞ্জিন জব্দ করা হয়েছে। এ সময় নৌকার দুই মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালদা নদীর ছত্তারঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। খবর বাসসের। অভিযানে নেতৃত্ব দেওয়া হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম বলেন, জব্দ করা বালু বোঝাই নৌকা দুটি ছত্তারঘাট এলাকায় বালু আনলোড করা অবস্থায় পাওয়া যায়। এ সময় নৌকা দুটির ইঞ্জিন জব্দ করা হয়। এছাড়া নৌকার মালিকদের ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল ও হালদার মা মাছ কিংবা ডলফিনের জন্য ক্ষতিকারক যেকোনো বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হচ্ছে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। হালদায় উপজেলা প্রশাসনের নিয়মিত কঠোর অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধআহলা দরবারে ওরশ ১৭ জানুয়ারি
পরবর্তী নিবন্ধরেড জোন রাঙামাটিতে বিধিনিষেধ কার্যকরে তৎপরতা