খাতুনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, গ্রেফতার ১

আজাদী অনলাইন | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৩:১১ অপরাহ্ণ

চট্টগ্রামে কোতোয়ালীতে থানা এলাকায় চুরির ঘটনায় হওয়া মামলায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে অভিযান চালিয়ে ১ জনকে গ্রেফাতার করে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতার আসামি হলো- মো: কাউছার (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক।
 
তিনি বলেন, গত ২৩ মে খাতুনগঞ্জ চাঁন মিয়া গলিস্থ ২৩৯ মেসার্স ইউছুপ এন্ড ব্রাদার্সে মালিকে দোকানে ক্যাশবাক্স ভেঙে ৪ লাখ টাকা নিয়ে যায় চোর। এর প্রেক্ষিতে কোতোয়ালী থানায় মামলা হলে সিসি ক্যামেরায় সনাক্তের পর আসামিকে নগরী বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যমতে খাতুনগঞ্জ নবী মার্কেটের চতুর্থ তলায় আসামি কাউছারের বাসার খাটের নিচ হতে চুরি যাওয়া সাড়ে ৩ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে সব‌জি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
পরবর্তী নিবন্ধমহেশখালীতে কারাগারে থেকেও মামলার আসামি রিদুয়ান