বাঁশখালীতে সব‌জি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর উপজেলার শীলকূপ ইউনিয়নের অন্তর্গত মনকিচর গ্রামে নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ মে) সকালে সেইন্যা পাড়া এলাকায় সংঘ‌টিত ঘটনায় মৃত্যুবরণকারী মোক্তার আহমদ মন‌কিচর সেইন্যা পাড়া এলাকার মৃত গুরা মিয়ার পুত্র।

ঘটনার ব্যাপারে শীলকূপ ইউ‌নিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আ.ক.ম আশিক হোছাইন চৌধুরী বিষয়‌টির সত্যতা নি‌শ্চিত করে বলেন, মোক্তার আহমদ বাড়ির অদূরে নতুন ভিটায় সবজি ক্ষেতে মোটরচালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে যায় সকালে। মোটরচালিত যন্ত্রের মাধ্যমে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সে ছিঁটকে পড়ে যায়।

পুরো শরীর বিদ্যুতায়িত হয়ে পরে মৃত অবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, নতুন ভিটার সবজি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আহমদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ছ‌বি সংযুক্তঃ বাঁশখালী‌তে মৃত‌্যুবরণকা‌রি মোক্তার আহমদ

পূর্ববর্তী নিবন্ধচালকের বেপরোয়া গতিতে নগরীতে মিনি ট্রাক উল্টে রেল লাইনে
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি, গ্রেফতার ১