চালকের বেপরোয়া গতিতে নগরীতে মিনি ট্রাক উল্টে রেল লাইনে

| শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ১২:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকায় চালকের বেপরোয়া গতিতে রেল লাইনের উপর উল্টে পরে গেছে ইটবোঝাই একটি মিনি ট্রাক।

বৃহস্পতিবার (২৩ মে) সাড়ে ১২ টায় পূর্ব নাসিরাবাদ তুলাতুলির বাজারের সামনে রেল লাইন উপর এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্সিলর মোহাম্মদ মোরশেদ আলম ।

তিনি আজাদীকে বলেন, রাত সাড়ে ১২ টার সময় তুলাতুলি বাজার এলাকায় একটি ইটবোঝাই মিনি ট্রাক উল্টে পড়ে রেল লাইনের উপর। রাত ২ টা নাগাদ এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকটি রেল লাইন থেকে সরিয়ে আনা হয়েছে। তবে এ সময় ট্রেন না থাকায় সিডিউল বিপর্যয়ের কোন ঘটনা ঘটেনি।

পূর্ববর্তী নিবন্ধউখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে সব‌জি ক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু