হারুয়ালছড়িতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ির হারুয়ালছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্ব অলি শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা উপলক্ষে নুরানী ওয়াজ মাহফিল ও আলোচনা সভা গত শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ হারুয়ালছড়ি শাখা ৩ এর আয়োজনে প্রস্তাবিত দায়রা শরীফ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি কোরবান আলীর সভাপতিত্বে এনামুল হক ও তহিদুল আলম বাবলু যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা খ জোনের সমন্বয়ক আনিস উদ্দীন সোহেল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বায়জিদ শান্তি নগর জামে মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন সমন্বয়ক আলী নেওয়াজ, হারুয়ালছড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি করিম মইনু। বিশেষ বক্তা ছিলেন হারুয়ালছড়ি ছোবহানিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. হাসান আল কাদেরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা খোরশেদুল আলম, মাস্টার মো. ইলিয়াছ, হাজী রমজান আলী, মো. জাবেদ ও মো. দেলোয়ার। মাহফিল শেষে ইসাকুর রহমান ভুট্টুর পরিচালনায় সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআমার প্রতিদ্বন্দ্বীরা
পরবর্তী নিবন্ধচাঁদা না দেয়ায় বান্দরবানে সিগারেট কোম্পানির সেলসম্যানকে অপহরণ