চাঁদা না দেয়ায় বান্দরবানে সিগারেট কোম্পানির সেলসম্যানকে অপহরণ

বান্দরবান প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৫৭ পূর্বাহ্ণ

বান্দরবানে চাঁদা না দেয়ায় অস্ত্রের মুখে ম্যারিজ সিগারেট কোম্পানির সেলসম্যানকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃতের নাম মো. ইসমাঈল (৩০)। গতকাল শনিবার দুপুরে উপজেলার কালাঘাটা বড়ুয়াটেক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়ুয়াটেক এলাকায় সিগারেট বিক্রি করছিল ইসমাঈল। এসময় পাহাড়ের সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্র গ্রুপের কালেক্টররা তাকে অপহরণ করে।
ম্যারিজ সিগারেট কোম্পানির ডিস্ট্রিবিউটর মো. আবুল কালাম বলেন, আমার কাছ থেকে (জেএসএস) সশস্ত্র গ্রুপের কিছু সদস্য বাৎসরিক টোকেন বাবদ ২ লক্ষ টাকা দাবি করে আসছিল। চাঁদার টাকা না দেয়ায় তারা আমার সেলসম্যানকে অপহরণ করে নিয়ে যায়। মুক্তিপণ জন্যে সশস্ত্র গ্রুপ আমার কাছ থেকে ৩ লক্ষ টাকা দাবি করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, অপহরণের খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে অপহরণের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহারুয়ালছড়িতে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর চন্দ্র বার্ষিক ফাতেহা
পরবর্তী নিবন্ধভাসানী অনুসারী পরিষদ চট্টগ্রামের বর্ধিত সভা