হারারের পিচ দেখতে পারেনি বাংলাদেশ

| মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

হারারে স্পোর্টস ক্লাব মাঠে অনুশীলনে গিয়ে গতকাল সোমবার বেশ ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। বুধবার থেকে শুরু হওয়া টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত করা উইকেট ঢেকে রাখা। সেটা দেখার অনুমতি অনুমতি চেয়েছিল বাংলাদেশ দল। কিন্তু সেই ২২ গজের চেহারা দেখার সুযোগ দেওয়া হয়নি। বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানান, কিউরেটরের সঙ্গে যুক্তি-তর্ক করেও উইকেট দেখার সুযোগ মেলেনি। জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে হারারে স্পোর্টস ক্লাবে অনুশীলনে যায় বাংলাদেশ দল। প্রস্তুতি ম্যাচটি ছিল তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে। মূল ভেন্যুতে গিয়ে উইকেট দেখতে চাওয়ার পর হয় বিপত্তি।
বিসিবির ভিডিও বার্তায় কোচ ডমিঙ্গো বললেন, উইকেট দেখতে না পারায় একাদশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছেন না তারা। ‘দুর্ভাগ্যজনকভাবে, কিউরেটর আমাদের পিচ দেখতে দেয়নি। কিউরেটরের সঙ্গে আজকে আমরা তর্ক করেছি যে কেন পিচ দেখতে দেওয়া হচ্ছে না। পরের দিকে বা কালকে যদি উইকেট ভালোভাবে দেখার সুযোগ হয়, তাহলে আমরা আরও বেশি ধারণা নিতে পারব, কেমন বোলিং আক্রমণ নিয়ে মাঠে নামব।’ স্থানীয় সময় বিকেল চারটা পর্যন্ত যা জানা গেছে, তখনও উইকেট ঢাকা ছিল, দেখার সুযোগ মেলেনি বাংলাদেশ দলের।

পূর্ববর্তী নিবন্ধইউরো কাপে প্রথম সেমিফাইনাল আজ
পরবর্তী নিবন্ধ‘ইতালি দুর্দান্ত, তবে স্পেনও কম নয়’