মিনহাজ উদ্দিন সৌরভ প্রিমিয়ার ক্রিকেট লিগের সেরা খেলোয়াড়

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগের মাঝপথে ঘোষণা করা হয় লিগের সেরা খেলোয়াড়কে পুরষ্কৃত করা হবে। আর সে পুরস্কারটি একটি মোটর সাইকেল। এই পুরস্কারটি স্পন্সর করে রয়েল হাট। তবে শর্ত ছিল কেবল চট্টগ্রামের ক্রিকেটার পাবে এই পুরস্কারটি। ঢাকার ক্রিকেটাররা সেরা হলেও তাকে এই পুরস্কার দেওয়া হবে না। গতকাল লিগের সমাপনী দিনে এবারের লিগের সেরা খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়। আর লিগের সেরা খেলোয়াড় হিসেবে মোটরসাইকেলটি জিতেছেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের মিনহাজ উদ্দিন সৌরভ। ব্যাট হাতে তিনি সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন। ১১ ম্যাচে তার রান ৪৭৮। ২টি সেঞ্চুরির পাশাপাশি হাফ সেঞ্চুরি করেছেন একটি। উইকেট কিপার হিসেবে উইকেটের পেছনেও বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন সৌরভ। ১১ ম্যাচে ১২ টি ডিসমিসাল রয়েছে তার। যেখানে ৯টি ক্যাচ এবং ৩টি স্টাম্পিং। সব মিলিয়ে সৌরভকেই লিগের সেরা খেলোয়াড় হিসেবে বেছে নেওয়া হয়েছে। গতকাল লিগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সৌরভের হাতে মোটর সাইকেলের চাবি তুলে দেন রয়েল হাট এর দুই স্বত্বাধিকারী শহীদুর রহমান এবং ফজলে বারী খান রুবেল।

পূর্ববর্তী নিবন্ধভারত-পাকিস্তান ম্যাচের এক টিকিট ২০ হাজার ডলার!
পরবর্তী নিবন্ধআতশবাজির আলোকচ্ছটায় হ্যাটট্রিক শিরোপা উদযাপন আবাহনীর